Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রুমা উপজেলার অভ্যন্তরীণ দোকান-পাট আগামী ১০ মে, ২০২০ থেকে সীমিত আকারে চালু
বিস্তারিত

১)        দোকান-পাট সকাল ১০ টা হতে বিকাল ৪ টার পর্যন্ত খোলা থাকবে।

২।     প্রতিটি দোকানের সামনে হাত ধোয়ার জন্য পানি এবং সাবান রাখতে হবে।

৩।     অন্য উপজেলা হতে কেউ এসে দোকান পরিচালনা করতে পারবেন না।

৪।     নিরাপদ দূরত্ব বজায় রেখে মালামাল বিক্রয় করতে হবে।

৫।     দোকানে আগত সকল ক্রেতাকে হাত ধোয়ার বিষয়টি বিক্রেতা নিশ্চিত করবেন।

৬।     আসন্ন ঈদের ছুটিতে জনগণকে নিজ নিজ স্থানে থাকতে হবে। বাড়িতে যাওয়ার ভ্রমণ থেকে সবাই নিবৃত্ত হবেন।

৭।     রুমা বাজার কমিটির সভাপতি আগামী ৮ মে ২০২০ তারিখের মধ্যে কোন কোন দোকান খোলা থাকবে তার তথ্য নিম্নস্বাক্ষরকারীর নিকট দাখিল করবেন।

প্রকাশের তারিখ
06/05/2020
আর্কাইভ তারিখ
17/03/2021