# | শিরোনাম | স্থান | কিভাবে যাওয়া যায় | যোগাযোগ |
---|---|---|---|---|
১ | ঋজুক ঝর্ণা |
বান্দরবন জেলার রুমা বাজার থেকে নদীপথে থানছি যাওয়ার পথে পড়বে ঋজুক ঝর্ণা। মার্মা ভাষায় একে রী স্বং স্বং বলা হয়। রুমা বাজার থেকে এর দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। |
||
২ | কেওক্রাডং |
কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে 'পাথর', কাড়া মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। কেওক্রাডং রুমা উপজেলায় অবস্থিত। অধুনা রাশিয়া কর্তৃক পরিচালিত এসআরটিএম উপাত্ত এবং জিপিএস গণনা থেকে দেখা গেছে এর উচ্চতা ৯৭৪ মিটার (৩,১৯৬ ফুট)।প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এখানকার পাহাড়ী পরিবেশটি খুবই মনোরম। কেউ যদি কেওকাড়াডং ভ্রমণ করতে চায় তাকে বগা লেক থেকে পায়ে হেটে রূমা উপজেলার মধ্য দিয়ে সেখানে পৌঁছাতে হবে।
|
||
৩ | টেবিল পাহাড় |
এটি রুমা উপজেলা ১ নং পাইন্দু ইউনিয়নে অবস্থিত। রুমা উপজেলা সদর হতে প্রায় ১৬ কিঃ মিঃ দূরে এটির অবস্থান। শুষ্ক মৌসুমে গাড়িযোগে রুমা উপজেরা সদর হতে আরথাহ পাড়া যাওয়ার রাস্তায় ১৩ কিঃ মিঃ পর্যন্ত গিয়ে আরো ১ ঘন্টা পায়ে হেটে এই পাহাড়ে পৌছানো যায়। |
||
৪ | ডাবল ফলস |
এটি রুমা উপজেলার ৩ নং রেমাক্রীপ্রাংসা ইউনিয়নে অবস্থিত। রুমা উপজেলা সদর হতে প্রায় ৩৩ কিঃমিঃ দুরে এই প্রাকৃতিক ঝর্নার অবস্থান। শুস্ক মৌসুমে রুমা উপজেলা হতে বগালেক পর্যন্ত গাড়ির মাধ্যমে গিয়ে এরপর আরো ১৬ কিঃমিঃ পায়ে হেটে এই ঝর্নায় পৌঁছানো যায়। পায়ে হেটে এই ঝর্নায় পৌঁছানো যায়। |
||
৫ | বগালেক |
রুমা উপজেলার ৩৫৮ নং রুমা মৌজায় অবস্থিত। ২৭০০ ফুট উঁচু পাহাড় চুড়ায় প্রাকৃতিকভাবে আনুমানিক ১৫.০০ একর স্বচ্ছ জলের মনোরম সরোবর।উপজেলাসদর থেকে ১৫ কিঃমিঃ দূরে রুমা মৌজায় অবস্থিত। এ লেক বিষয়ে বিভিন্ন রুপকথা স্থানীয় জনগণের মধ্যে প্রচলিত আছে। গঠন শৈলী দেখে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ বলে ধারনা করা হয়।রুমা উপজেলা সদর হতে জীপ যোগে ১৫ কি মি. |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস