বান্দরবানের রুমা উপজেলার সনাতন ধর্মালম্বীদের একমাত্র মন্দির রুমা বাজারের ‘শ্রীশ্রী রুমা হরি মন্দির’। এ মন্দিরে দেবী দুর্গার আগমনে মহাসমারোহে উদযাপিত হয় শারদীয়া দুর্গোৎসব।
সপ্তমী পূজায় নানা আচার অনুষ্ঠান শুরু হয় এই শারদীয়া দুর্গোৎসব । এখানে মায়ের আশীর্বাদ নিতে হরি মন্দির পূঁজা মন্ডপে নারী-পুরষ ভীড় জমাতে শুরু করে। এ মন্দিরে শুধু সনাতন ধর্মাবলম্বীদের ভীড় নয়। দুর্গোসব দেখতে পাহাড়ি নারীরাও মন্ডপে ভীড় করে।
মায়ের উদ্দেশ্যে ভক্তরা মোমবাতিসহ ধূপ কাঠি জালিয়ে সুখ শান্তি কামনা করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস