রুমা উপজেলায় কোন ঈদগাহ নেই। মুসলিম ধর্ম প্রাণ লোকজন রুমা বাজার মসজিদে ঈদের নামাজ আদায় করে থাকেন। রুমা উপজেলায় রুমা বাজার মসজিদটিতেই শুধুমাত্র ঈদের নামাজ আদায় করা হয়। ঈদ জামাত নির্বিঘ্ন করার লক্ষ্যে ঈদগাহ পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহন করে থাকে। মুসল্লিগণ যাতে আরামদায়ক পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন এজন্য আয়োজকদের সর্ব্বোচ্চ চেষ্টা চালাতে উপজেলা নির্বাহী অফিসার অনুরোধ করেন। ঈদের আগের দিন থেকে ঈদগাহ মাঠ ও রাস্তায় ব্যাপক আলোক সজ্জ্বার ব্যবস্থা করা হয়। কেবল ঈদগা মাঠ নয়, উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা,সড়ক ও সড়ক দ্বীপ সমূহ বর্ণিল সাজে সজ্জ্বিত করা হয়।ঈদের বন্ধে রুমাতে বেড়াতে আসা পর্যটকগণ নামাজ শেষে যেন রুমার সৌন্দর্যে মুগ্ধ হোন এ বিষয়টির প্রতি প্রশাসন সচেতন আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস